কালার ইনসাইড

`দিন: দ্য ডে` নির্মানে খরচ ১২০ কোটি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

ইরানের সাথে যৌথ প্রযোজনায় নির্মান করা হয়েছে `দিন : দ্য ডে`। সিনেমাটি বানাতে প্রায় ১২০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন মুনসুন ফিল্মসের চেয়ারম্যান অনন্ত জলিল। 

শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছবিটিতে অভিনয় করা ভারত, ইরান, তুরস্ক ও বাংলাদেশের শিল্পীদের পরিচয় করিয়ে দিতে  এবং তার নতুন সিনেমা `নেত্রী : দ্য লিডার` এর কলাকৌশলীদের নাম ঘোষণার জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আয়োজিত এই সংবাদ সম্মেলনে এ কথা বলেন অনন্ত জলিল। 

তিনি বলেন, `ছবির গান এবং অ্যাকশন দৃশ্য দেখলে সহজেই বোঝার কথা এই ছবির বাজেট আসলে কত। একটি গান করতে কত দেশে যেতে হয়েছে। প্রথমে ইরান। সেখান থেকে তারকি (তুরস্ক) নেমেই ইস্তাম্বুল তারপর সিরাজ নগরী।` অনন্ত জলিল পাশে বসা ইরানি প্রযোজকের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা সবাই মিলে ছবিটির খরচ হিসাব করে দেখেছি। ছবির বিভিন্ন প্রজেক্টে আমাদের খরচ হয়েছে প্রায় টেন পয়েন্ট টু মিলিয়ন ইউএস ডলার।

অনন্ত বলেন, সব কিছু ঠিক থাকলে আগামী কোরবানির ঈদে মুক্তি দেয়া হবে `দিন : দ্য ডে`। ছবির নাম দেখে অনেকের মনে হয়েছে এটি ধর্মীয় পটভূমিতে নির্মিত। কিন্তু অনন্ত জলিল বললেন, এই সিনেমার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এর গল্প তৈরি হয়েছে প্রবাসী শ্রমিকদের দুঃখ-দুর্দশা নিয়ে। আপনারা `দিন` বানানটা দেখলেই সেটি বুঝতে পারবেন। এখানে `দিন` শব্দটা এসেছে দিনকাল থেকে ধর্মের `দ্বীন` নয়। 

তিনি আরো বলেন, সব সময় চেষ্টা করি গল্পের চাহিদা অনুযায়ী যা যা করণীয় তা করতে। সিনেমা নির্মাণের সময় গল্প ফুটিয়ে তুলতে যখন যা প্রযোজন হয়েছে সব চাহিদা পূরণের চেষ্টা করেছি। ছবিটি প্রেক্ষাগৃহে দেখলে সেটি আরো স্পষ্ট করতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭