ওয়ার্ল্ড ইনসাইড

পরমাণু চুক্তি নিয়ে বসতে রাজি নয় ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে  যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসবে না ইরান। রোববার সাফ জানিয়ে দিয়েছে দেশটি যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে না নেয় ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহের বরাত দিয়ে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে এটি, এমনটাই বলছে রয়টার্স। 

ইরান কর্তৃপক্ষ জানিয়েছে যে,  ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত আলোচনায় বসার উপযুক্ত সময় নয়। ইরানের এমন অবস্থানে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হলেও তারা ‘অর্থবহ কূটনৈতিক উপায়ে আলাপ-আলোচনা’ শুরুর বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে।

২০১৫ সালে প্রেসিডেন্ট ওবামার সময় করা হয় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে সেই চুক্তি বাতিল করেন। বিভিন্ন ইস্যুতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭