ওয়ার্ল্ড ইনসাইড

অ্যাস্ট্রাজেনেকার ৭.৭ শতাংশ শেয়ার কিনে নিলো মর্ডানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু থেকেই। তবে এবার যুক্তরাষ্ট্রের মডার্না-তে থাকা নিজেদের বিপুল অঙ্কের শেয়ার বিক্রি করে দিলো ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। ১০০ কোটি ডলারের বিনিময়ে নিজেদের ৭.৭ শতাংশ শেয়ার বিক্রি করেছে তারা। 

ছাড়পত্র পাওয়া মডার্নার শেয়ারের দর সম্প্রতি বেড়েই চলছে। অন্যদিকে, বিভিন্ন দেশ ছাড়পত্র দেওয়ায় বাড়ছে আ্যাস্ট্রাজেনেকার শেয়ারের দরও। এমন পরিস্থিতিতেই মডার্নায় থাকা নিজেদের শেয়ার বিক্রির উপযুক্ত সময় অস্ট্রাজেনেকার জন্য, এমনটাই মনে করছে তারা।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষকদের সঙ্গে হাত মিলিয়ে যৌথ উদ্যোগে তৈরি অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতিষেধকই বেশি নির্ভরযোগ্য বলে মনে করছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরমাঝেই মডার্নায় নিজেদের শেয়ার বিক্রি করে দিল অ্যাস্ট্রাজেনেকা। তবে ঠিক কবে এই শেয়ার বিক্রি করা হয়, তা এখনও পর্যন্ত জানা যায়নি। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭