ওয়ার্ল্ড ইনসাইড

আদালতে হাজির সূ চি, তবে ভিডিও লিংকের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রোববার। আজ সোমবার বিচারের জন্য আদালতে হাজির করা হয়েছে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে। সশরীরে নয়, তাঁকে আদালতে হাজির করা হয়েছে ভিডিও লিংকের মাধ্যমে, এএফপি জানিয়েছে এ তথ্য।

রাজধানী নেপিডোর একটি আদালতে ভিডিও লিংকের মাধ্যমে সু চিকে হাজির করতে দেখা গেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী খিন মং জঁ। তিনি জানান, ৭৫ বছর বয়সী এ নেত্রীকে এ সময় মোটামুটি সুস্থ বলেই মনে হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটার পর সু চিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তাঁকে আটক করে নিজ বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে ধারণা অনেকের।

গত ৩ ফেব্রুয়ারি সু চির বিরুদ্ধে মামলা করে জান্তা সরকার। অভিযোগ করা হয়, তিনি আমদানি-রপ্তানি আইন ভঙ্গ করেছেন। তাঁর বাড়ি থেকে ওয়াকিটকি পাওয়া গেছে, যা তিনি বেআইনিভাবে আমদানি করতে ব্যবহার করছিলেন। এ ছাড়া, সাধারণ মানুষকে উস্কানি দেয়ার অভিযোগও আনা হয়েছে।

এদিকে, আজও বিক্ষোভ চলছে দেশটিতে সেনা সরকারের বিরুদ্ধে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭