কালার ইনসাইড

`গোল্ডেন গ্লোব` জিতে দক্ষিণ এশিয়ায় ইতিহাস গড়লেন ক্লো ঝাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

হলিউডে বেশ মর্যাদার পুরস্কার গোল্ডেন গ্লোব। সেরা নারী পরিচালক হিসেবে এই `গোল্ডেন গ্লোব` পুরস্কার জিতে ইতিহাস গড়লেন চীনের ক্লো ঝাও। তিনিই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী পরিচালক হিসেবে পুরস্কার জিতলেন। এর আগে ১৯৮৪ সালে বারব্রা স্ট্রিস্যান্ড এই পুরস্কার জিতেছিলেন।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক থেকে আনুষ্ঠানিকভাবে `গোল্ডেন গ্লোব` জয়ীদের নাম ঘোষণা করা হয়। মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিজয়ীরা ভাচুর্য়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন।

৩৮ বছর বয়সী পরিচালক ক্লো ঝাও পরিচালিত তৃতীয় ছবি `টিয়ারস`। আর এই ছবির জন্যই তিনি এ পুরস্কার পেলেন।  চীনের বেইজিংয়ে জন্ম নেওয়া ক্লো ঝাও বর্তমানে যুক্তরাষ্ট্রে বাস করছেন। 

এই বছরই প্রথমবারের মতো `গোল্ডেন গ্লোব` পুরস্কারের জন্য একাধিক নারীকে সেরা পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছিল। এর মধ্যে ছিল রেগিনা কিং এবং পান্না ফেনেলের নাম।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭