ইনসাইড গ্রাউন্ড

বৃহস্পতিবার থেকে অনুশীলন, ১০ মার্চ কুইন্সটাউন যাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

বর্তমানে নিউজিল্যান্ডের হোটেল রুমে আটকা টিম বাংলাদেশ। ক্রিকেটার, কোচিং-সাপোর্টিং স্টাফ আর অফিসিয়ালসদের নিজ নিজ হোটেল রুমেই কাটছে সময়। মাঠে প্র্যাকটিস করা বহু দূরে, এখনও খোলা আকাশের নিচে যাওয়ার সুযোগ হয়নি। গত শুক্রবার থেকে মিলেছে আধঘণ্টা করে বাইরে হাঁটার সুযোগ।

নিউজিল্যান্ড পৌঁছানোর পর আজ (সোমবার) পঞ্চম দিন। আগামীকাল, ষষ্ঠ দিন হবে তৃতীয় দফা করোনা টেস্ট। সব কিছু ঠিক থাকলে সপ্তম দিন অর্থাৎ বুধবার থেকে ৫ জন করে ভাগ হয়ে জিম আর অষ্টম দিন থেকে সমান ভাগে বিভক্ত হয়ে খোলা আকাশের নিচে গুচ্ছ অনুশীলনের সুযোগ মিলবে। তবে একদম মুক্ত বিহঙ্গ হতে দেরি আছে এখনও। সব কিছু ঠিক থাকলে অর্থাৎ চতুর্থ দফা কোভিড-১৯ টেস্টে সবাই নেগেটিভ থাকলে আগামী ১০ মার্চ থেকে একদম মুক্তভাবে চলাফেরা করতে পারবে টাইগাররা।

এবারের নিউজিল্যান্ড সফরে টিম বাংলাদেশের লিডার হয়ে যাওয়া বিসিবি সিনিয়র পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ১০ মার্চ জাতীয় দলের বহর ক্রাইস্টচার্চ থেকে উড়ে যাবে কুইন্সটাউন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭