ইনসাইড গ্রাউন্ড

করোনার টিকা নিলেন জেমি ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা দেয়ার পর থেকে ফুটবলাঙ্গনে সবার আগে টিকা গ্রহণ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর বিচ্ছিন্নভাবে অনেকেই টিকা নিয়েছেন। তবে, জাতীয় দলের ফুটবলার এবং সংশ্লিষ্ট সবার টিকা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বাফুফে। তারই অংশ হিসেবে আজ টিকা দেয়া হলো বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে, টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি এবং সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন জাতীয় ফুটবল দলের এই তিন বিদেশী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডাঃ মো. আলী ইমরান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭