ইনসাইড পলিটিক্স

সুবর্ণ জয়ন্তী: বিএনপি নেতাদের অতি উৎসাহে খালেদার সন্দেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির এতো উৎসাহ দেখে সন্দেহ করেছেন বেগম জিয়া। ৭ মার্চ পালন, ১৭ মার্চ পালন কি বিএনপি সরকারের ইশারায় করছে কিনা সে প্রশ্নও তুলেছেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া জানতে চেয়েছেন, জিয়ার খেতাব বাতিল নিয়ে বিএনপি কি করছে? গতকাল রোববার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির প্রধান তিন নেতাকে ফিরোজায় ডেকে নেন বেগম জিয়া। গত ঈদের পর এটিই বিএনপির কোনো নেতাদের সঙ্গে বেগম জিয়ার প্রথম বৈঠক। ফিরোজায় বিএনপির যে তিন নেতা গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম। রোববার রাতে ফিরোজায় তলব করা হয় এই তিন নেতাকে। বেগম জিয়ার সাথে কি কথা হলো এ নিয়ে কথা বলতে রাজী নন বিএনপির নেতাদের কেউই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকের কথা স্বীকার করে বলেন ‘স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়ে দলীয় চেয়ারপারসনকে অবহিত করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের কিছু বক্তব্য বিএনপির রাজনৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে কথা উঠছে। এ নিয়ে বিএনপি নেতাদের কয়েকজন টেলিফোনে বেগম জিয়ার কাছে অনুযোগ করেছেন। বিএনপি চেয়ারপারসনের কাছে এরকম খবর এসেছে যে, বিএনপির একটি অংশ-বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাইছে। এসব প্রেক্ষিতেই বেগম জিয়া ঐ তিন নেতাকে ডেকে পাঠান। সূত্রমতে, বেগম জিয়া জানতে চান, কেন ৭ মার্চ উদযাপন করা হচ্ছে। বিএনপি যে দিবসটি কোনোদিন উদযাপন করে নি, এখন হঠাৎ ঘটা করে এই দিবস উদযাপনের কারণ কি? বিএনপি মহাসচিব, এর ব্যাখা দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করছে। তারা জিয়াউর রহমান সম্পর্কে অপপ্রচার করছে। এজন্য আমরা সঠিক ইতিহাস তুলে ধরছি।’ বিরক্ত বেগম জিয়া বলেন ‘সঠিক ইতিহাস তুলে ধরতে যেয়ে আবার বিএনপির নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র যেন না হয়।’ বেগম জিয়া বলেন, ‘বিএনপির নেতারা সব পারে।’ সূত্র মতে, বেগম জিয়া প্রশ্ন করেন ‘আমার এই অবস্থা, তারেক বাইরে, দেশে করোনা, নানা ইস্যুতে মানুষের জীবন দুর্বিষহ। এর মধ্যে এসব উৎসব করার দরকার কি? কাকে খুশি করতে আপনারা এসব করছেন? তবে বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ড. খন্দকার মোশাররফ বেগম জিয়াকে বোঝানোর চেষ্টা করেন যে, বিএনপি সরকারের সাথে আতাত করে কিছুই করছে না।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭