ইনসাইড গ্রাউন্ড

২০১১ বিশ্বকাপ খেলা শ্রীলঙ্কান খেলোয়াড় এখন বাস চালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

২০০৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সুরাজ রানদিভের, সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০১৬ সালে। এরপর স্থায়ী বসতি গড়েন অস্ট্রেলিয়ায়, সেখানে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালে খেলা শ্রীলংকান অফ-স্পিনার।

এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেওয়া এই ক্রিকেটার খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও, তবে তার বড় অর্জন শ্রীলংকার হয়ে ২০১১ বিশ্বকাপের ফাইনালে খেলা। যদিও ম্যাচটা হেরে যায় লঙ্কানরা।

৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে থাকা সুরাজ রানদিভ বর্তমানে মেলবোর্নের রাস্তায় বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সর্বশেষ প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলেছেন শ্রীলংকার ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্টে ২০১৯ সালে, তিনি এখন ফরাসিভিত্তিক বাস কোম্পানি ট্রান্সডেভের হয়ে বাসচালকের চাকরি করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭