ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ডের ব্যাটিং কোচ ট্রেসকোথিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে খণ্ডকালীন কাজ করার অভিজ্ঞতা রয়েছে মার্কাস ট্রেসকোথিকের। সাবেক এই ইংলিশ ওপেনার এবার পেলেন স্থায়ীভাবে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব। সঙ্গে জন লুইসকে পেস বোলিং ও জিতান প্যাটেলকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে সোমবার এই তিন জনকে কোচিং স্টাফে যোগ করার কথা জানায় তারা। প্রধান কোচ ক্রিস সিলভারউড, দুই সহকারী কোচ গ্রাহাম থর্প ও পল কলিংউডের সঙ্গে কাজ করবেন তারা। ২০১৯ সাল থেকে ইংল্যান্ডের ব্যাটিং কোচের পদটি খালি রয়েছে। লম্বা এই সময়ে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন ট্রেসকোথিক, জ্যাক ক্যালিস, থর্প ও জোনাথান ট্রট।

ইংল্যান্ডের হয়ে ৭৬ টেস্ট, ১২৩ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলা ট্রেসকোথিককে এখন ছাড়তে হবে সমারসেটের সহকারী কোচের দায়িত্ব। মার্চের মাঝামাঝিতে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭