ওয়ার্ল্ড ইনসাইড

এখনো দুই-তৃতীয়াংশ মানুষ বিদ্যুৎহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2017


Thumbnail

হারিকেন ইরমার আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। এক ভীষণ বিপদের সম্মুখীন হয়েছে সেখানকার প্রায় ৬৫ লাখ মানুষ। দুই তৃতীয়াংশ মানুষের ঘরেই এখন বিদ্যুৎ নেই। ত্রাণ কার্যক্রম এবং বিদ্যুতের জন্য ইঞ্জিনিয়াররা অনেক স্থানেই কাজ করতে পারছেন না। অর পানিতে অবরুদ্ধ হয়ে আছে অনেক এলাকা। ব্যাহত হয়েছে উদ্ধারকাজ।

গত রোববার ইরমা ফ্লোরিডায় আঘাত হানে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত হয়। আর ইরমার কারণে অরল্যান্ডোতেও অনেক বাড়িঘর ধংস হয়েছে।

ঘূর্ণিঝড়ে ফ্লোরিডায় অন্তত চারজন মারা গেছে। এর মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা মারা গেছে গাড়ি দুর্ঘটনায়। একজন ব্যাক্তি অরল্যান্ডোতে একক গাড়ি দুর্ঘটনায় এবং আরেকজন গাছ মাথায় পড়ে মারা গেছেন। অন্যদিকে গত সপ্তাহে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছিল।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেছেন, সারা রাজ্য জুড়ে বিদ্যুত ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেসময় সকলকে ধৈর্য ধরতে হবে।

ইরমার কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মায়ামিতে। শহরটির বৃহৎ অংশ পানির নিচে চলে গেছে। ৭২ শতাংশ বাড়িঘর বিদ্যুৎ নেই। এর ফলশ্রুতিতে এখানে মারাত্মক গাড়ি দুর্ঘটনাও ঘটেছে। বিদ্যুতের থামগুলোও রাস্তায় ভেঙ্গে পড়েছে।  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হারিকেনকে আখ্যায়িত করেছেন এক বড় দৈত্য হিসেবে।

এই ঘটনার ফলশ্রুতিতে বিমানবন্দর এবং মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার বন্ধ ছিল। মায়ামিতে কারফিউ জারি করা হয়। এখান থেকে ১৩ জনকে লুটপাটের সন্দেহে গ্রেপ্তারও করা হয়েছে। বন্যার কারণে চলাচলেও দেখা দিয়েছে বড় সমস্যা।

এক দশকের মধ্যে ইরমা সবচেয়ে শক্তিশালী আটলান্টিক ঝড়। এটি বেশ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও ব্যাপকভাবে তাঁর  ধ্বংসলীলা চালিয়ে যায়।

কিউবাঃ দ্বীপে ঝড়ের কারণে কমপক্ষে ১০ জন মানুষ নিহত হয়েছে।

সেন্টমার্টিন এবং সেন্টবারথেলমিঃ  জানা গেছে এখানে ৯ জন মানুষ মারা গেছে সেই সঙ্গে ৭ জন নিখোঁজ রয়েছেন। সেন্ট মারটিনের ১০টি বাড়ির মধ্যে ৬টি এবং ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যবর্তী একটি দ্বীপ এখন বাসের অযোগ্য।

তুরকস এবং কাইকোস দীপপুঞ্জঃ বিস্তৃত ক্ষতি হয়েছে, যদিও পরিমাণ স্পষ্ট নয়।

বারবুডাঃ ৯৫ শতাংশ বিল্ডিং ধ্বংস হয়েছে। একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

অ্যাঙ্গুইলাঃ বড় ধরনের ধ্বংসের সঙ্গে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

পুয়ের্তোরিকোঃ প্রায় ৬০০০ মানুষ অন্যত্র আশ্রয় গ্রহন করেছে। কমপক্ষে ৩ জন মারা গেছে।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জঃ ৫ জন মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউএস ভার্জিন দীপপুঞ্জঃ বড় ধরনের আঘাত হানার সঙ্গে সঙ্গে ৪ জনের মৃত্যু নিশ্চিত করাহয়েছে।

 

বাংলা ইনসাইডার 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭