ইনসাইড গ্রাউন্ড

টেস্টে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান-জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

টেস্ট ক্রিকেটে পুরাতন হলেও একেবারে তলানীর দেশ জিম্বাবুয়ে এবং নবাগত আফগানিস্তান। জিম্বাবুয়েকে মঙ্গলবারই স্বাগত জানাচ্ছে আফগানরা। আবধুবিতে হতে চলেছে তাদের মধ্যকার ম্যাচ। টেস্ট ক্রিকেটে এই প্রথমবারেরমত একে অপরের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে এবং আফগানরা।

আফগানিস্তান টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে এটা তাদের পঞ্চম টেস্ট ম্যাচ এবং ২০১৯ সালের নভেম্বরের পর এই প্রথম। আর জিম্বাবুয়েও প্রায় এক বছর কোনো সাদা পোশাক পরে খেলতে নামতে পারেনি। গত বছর ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিল তারা। এর মধ্যে ভারত খেলেছে ৯টি টেস্ট ম্যাচ। ইংল্যান্ড খেলেছে ১১টি টেস্ট। এই দু’দলের চলতি মৌসুমে আরও ৫টি টেস্ট সিরিজ রয়েছে। এটা মূলত হয়েছে, সূচির মধ্যে বৈষম্য তৈরি করার কারণে। আইসিসি বড় দেশগুলোকে কতটা সুবিধা দিয়ে থাকে আর ছোট দেশগুলোকে কম সুবিধা দেয়, তা বুঝিয়ে দিচ্ছে এই পরিসংখ্যান। দক্ষিণ আফ্রিকা কিছুদিন আগে এ বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আইসিসিতে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭