ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে ৩ গণমাধ্যমকর্মীকে হত্যার দায় স্বীকার করলো আইএস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2021


Thumbnail

আফগানিস্তানের জালালাবাদে তিন নারী গণমাধ্যমকর্মীকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে এ তথ্য ।

মঙ্গলবার বন্দুকধারীর হামলায় নিহত হন ৩ জন।  তারা হলেন মুরশাল ওয়াহিদি,শাহনাজ ও সাদিয়া। তাদের বয়স ১৮-২০ বছরের মধ্যে। তিন নারীই জালালাবাদের বেসরকারি টিভি চ্যানেল এনিকাসে ডাবিং বিভাগে কাজ করতেন। 

কাজ সেরে টিভি স্টেশন থেকে বের হওয়ার পর ওই ঘটনা ঘটে। আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭