ওয়ার্ল্ড ইনসাইড

মে মাসের মধ্যে সবার জন্য পর্যাপ্ত টিকা যুক্তরাষ্ট্রে: বাইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2021


Thumbnail

মে মাসের মধ্যে প্রাপ্তবয়স্ক সব মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ টিকা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নির্ধারিত সময়ের দুই মাস আগেই যথেষ্ট টিকার ব্যবস্থা হয়ে যাওয়ায় টিকাদানের আওতা বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি, বলছে বিবিসি।

তবে করোনার নতুন ধরন বড় উদ্বেগের কারণ জানিয়ে মানুষকে সজাগ থাকার পরামর্শও দিয়েছেন বাইডেন। 

প্রাপ্তবয়স্ক সব নাগরিককে আগামী জুলাই মাসের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। তবে এবারে তার দুই মাস আগেই সবাইকে টিকাদানের আওতায় আনা যাবে বলে প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭ কোটি ৬০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭