ওয়ার্ল্ড ইনসাইড

বিপুল পরিমাণ ভুয়া করোনা ভ্যাকসিন জব্দ চীন ও দক্ষিণ আফ্রিকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2021


Thumbnail

বিপুল পরিমাণ ভুয়া করোনা ভ্যাকসিন জব্দ করেছে চীন ও দক্ষিণ আফ্রিকার পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে অন্তত ৮৩ জনকে। ইন্টারপোলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এ তথ্য।

চীনে একটি কারখানায় ভুয়া করোনা ভ্যাকসিন তৈরির অভিযোগে আটক করা হয়েছে ৮০ জনকে। এসময় জব্দ করা হয় ৩ হাজার ডোজ ভ্যাকসিন।

দক্ষিণ আফ্রিকায় চীনের ৩ জন ও জিম্বাবুয়ের একজনকে একটি ওয়েরহাউজ থেকে আটক করা হয়েছে একই অভিযোগে। তারা ২৪শ ডোজ ভ্যাকসিন প্যাকিং করছিলো।

তবে আটক ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে তা এখনও জানা যায়নি। বুধবার ইন্টারপোল এক বিবৃতিতে জানায়, তারা বেশ কয়েকটি এর অসাধু চক্রের খোঁজ পেয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭