কালার ইনসাইড

তাপসীর বাড়িতে আয়কর বিভাগের হানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2021


Thumbnail

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে হঠাৎই অনুসন্ধান চালিয়েছে আয়কর বিভাগ। তাপসী পান্নুর পাশাপাশি পরিচালক বিকাশ বেহল, অনুরাগ ও মধু বর্মা মন্টেনার বাড়িতেও অনুসন্ধান করেন কর্মকর্তারা। ট্যাক্স ফাঁকির মামলায় অভিযুক্ত ফ্যান্টম ফিল্মসের সঙ্গে যুক্ত থাকায় তাদের বাড়িতে ও অফিসে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।

গতকাল ফ্যান্টম ও কোয়ানের সঙ্গে যোগসূত্র ধরে মুম্বাই ও পুনের ২২টি স্থানে অভিযান চালাচ্ছে ইনকাম ট্যাক্স বিভাগ। অনুসন্ধান শেষে অভিযুক্তদের নামে সমন জারি করতে পারে কর্তৃপক্ষ। খবর ইন্ডিয়ার টুডে’র।  

উল্লেখ্য, ২০১১ সালে বলিউডের চারজন প্রভাবশালী পরিচালক ও প্রযোজক প্রতিষ্ঠা করেন ফ্যান্টম ফিল্মস। এরা হলেন অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতোয়ানে, বিকাশ বেহল ও মধু মন্টেনা। চলচ্চিত্র নির্মাণ ও বিতরণের জন্য প্রসিদ্ধ এ প্রতিষ্ঠানকে বলা হতো ‘পরিচালকদের কোম্পানি’। ২০১৫ সালে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট আলোচিত এ কোম্পানিটির ৫০ শতাংশ শেয়ার কিনে নেয়। ২০১৮ সালের অক্টোবরে ফ্যান্টমের সহপ্রতিষ্ঠাতা বিকাশ বেহলের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর কোম্পানিটি বিলুপ্ত করা হয়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭