কালার ইনসাইড

৩০ বছর পর আসছে `কামিং টু আমেরিকা`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2021


Thumbnail

মার্কিন কৌতুকাভিনেতা এডি মার্ফি`র `কামিং টু আমেরিকা`র পরের পর্ব মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (৫ ফেব্রুয়ারী)। আফ্রিকার জামুন্ডা জাতির রাজপুত্র আকিম জোফার এমন বউ চান, যে কিনা তাকে ভালোবাসবে মানুষ হিসেবে, রাজার পুত্র বলে নয়। সেই `বউ` খুঁজতে আকিম আফ্রিকা থেকে চলে আসেন নিউ ইয়র্ক। এই গল্প নিয়েই ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল হাস্যরসাত্মক ছবি `কামিং টু আমেরিকা`। যাতে অভিনয় করেছিলেন এডি মার্ফি এবং আর্সেনিও হল।

এবার এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পেতে যাচ্ছে অ্যামাজন প্রাইম প্লাটফর্মে। এবার আকিম জোফার নিজেই রাজা। তবে রাজ্যের নিয়ম অনুযায়ী রাজা হতে পারবে শুধু রাজ-পরিবারের ছেলে সন্তান। আকিম জানতে পারে তার একমাত্র ছেলে রয়েছে আমেরিকাতে। এতদিন তবে সে কোথায় ছিল? এবার পর্বে তাকে খুঁজতে আবারও নিউ ইয়র্ক আসেন আকিম।

যথারীতি প্রথম ছবির মতো দ্বিতীয় পর্বেও পাত্র-পাত্রীরা সব কৃষ্ণাঙ্গ। তবে এটা কোনো বর্ণবাদী ছবি নয় বলে জানান এডি মার্ফি। রয়টার্স এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, `বর্ণবাদ, সামাজিক অবিচার, জাতিগত পার্থক্য- কোনো সুঁচালো বিষয়ই এখানে উপস্থাপন করা হয়নি। এটা পরিবার, ভালোবাসা আর ঐতিহ্যের ছবি।`



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭