ইনসাইড বাংলাদেশ

নাটোর-১ আসনের সাংসদ শহিদুলকে সতর্কবার্তা জেলা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2021


Thumbnail

নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলামকে সতর্কবার্তা পাঠিয়েছে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম। লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে দলীয় গঠনতন্ত্র না মেনে নিজের ইচ্ছেমতো সম্মেলন করার অভিযোগে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।

সোমবার (১ মার্চ) শফিকুল ইসলাম স্বাক্ষরিত এই সতর্কবার্তা বুধবার (৩ মার্চ) পাঠানো হয়।

জেলা আওয়ামী লীগের সূত্রে জানা যায়, লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ২৪ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের কাছে পৃথক চিঠি পাঠান।

চিঠিতে অভিযোগ করা হয়, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম আওয়ামী লীগের গঠনতন্ত্র না মেনে নিজের ইচ্ছেমতো লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করছেন। তিনি এসব সম্মেলনে উপস্থিত হয়ে ইচ্ছেমতো কমিটি ঘোষণা করছেন। গঠনতন্ত্রে উপজেলা আওয়ামী লীগকে ইউনিয়ন এবং ইউনিয়নকে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের ক্ষমতা দেওয়া আছে। কিন্তু সাংসদ শহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কিছু না বলে একের পর এক সম্মেলনের নামে নতুন কমিটি ঘোষণা করছেন। এতে দলের মধ্যে বিভেদ সৃষ্টি ও মারামারির মতো ঘটনা ঘটছে। এমনকি সম্মেলনস্থলে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম এই অভিযোগ যাচাই করেন। ঘটনার সত্যতা পেলে তিনি সাংসদ শহিদুলকে লিখিতভাবে সতর্ক করার সিদ্ধান্ত নেন। পরে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ১ মার্চ নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলামকে লেখা সতর্ক বার্তায় সাক্ষর করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭