ওয়ার্ল্ড ইনসাইড

হিটলারের গোঁফ চুরির অভিযোগ অ্যামাজনের বিরুদ্ধে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2021


Thumbnail

অ্যাডলফ হিটলারের `গোঁফচুরি`র অভিযোগ আনা হয়েছে অ্যামাজনের বিরুদ্ধে। এ নিয়ে সমালোচনার পর `বিতর্কিত` সেই আইকনটি সরিয়ে নিল সংস্থাটি। জানা গেছে, এর মধ্য দিয়ে গেল ৫ বছরে এই প্রথমবার আইকন পরিবর্তন করলো অ্যামাজন।

এর আগে অ্যামাজনের এই আইকন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের শুরু হয়। অ্যামাজনের এই আইকন হুবহু মিলে যাচ্ছে অ্যাডলফ হিটলারের গোঁফের সাথে। এমন অভিযোগের কারণে অবশেষে আইকন পরিবর্তনে বাধ্য হয় সংস্থাটি।

গোঁফচুরি`র বিতর্ক কাটিয়ে অ্যামাজনের মুখপাত্র বলছেন, আমরা সব সময়ই গ্রাহককে আনন্দ দিতে নতুনত্ব নিয়ে আসি। অ্যামাজন অ্যাপে গিয়ে যখন গ্রাহকেরা কিছু কেনাকাটি করেন, তখন তাদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যায়। সেই বিবেচনায় এই নতুন আইকন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭