ইনসাইড গ্রাউন্ড

বিসিবির প্ল্যানের উপর তাকিয়ে মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/03/2021


Thumbnail

আজ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি। তখন গণমাধ্যমকর্মীরা তুলেছিলেন নানান প্রশ্ন। তার মধ্যে সবার আগ্রহের মধ্যে ছিল মাঠে ফেরা নিয়ে নিজের পরিকল্পনা।

উত্তরে মাশরাফি বলেন, ‘ঘরোয়া ক্রিকেট তো চালিয়েই যাচ্ছি। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না,  তাই আল্টিমেটলি তো আমার মনে হয় না কারও কাছেই কোনো প্ল্যান আছে। বিসিবি থেকে যদি কোনো প্ল্যান আসে, তারপরে হয়তো দেখা যাবে। প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মত করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ সামনে ঘরোয়া ক্রিকেট শুরু হবে। তখন দেখা যাবে।’

মাশরাফির আন্তর্জাতিক আঙিনায় নেই প্রায় এক বছর। মাঝে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে নিজের জায়গা করতে পারেন নি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নিউজিল্যান্ড সফরেও বাদ পরেছেন ডানহাতি এই পেসার।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭