ইনসাইড গ্রাউন্ড

তিন ফরম্যাটে নতুন অধিনায়ক দক্ষিণ আফ্রিকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/03/2021


Thumbnail

উইকেটরক্ষক ও ব্যাটসম্যান কুইন্টন ডি কককে সরিয়ে তিন সংস্করণে নতুন অধিনায়ক বেছে নিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টেস্টে ওপেনার ডিন এলগার এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব দায়িত্ব পেয়েছেন তেম্বা বাভুমা। টেস্টে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি।

দুই দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাভুমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। আর পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশীপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন এলগার। গত বছরের ফেব্রুয়ারিতে ফাফ ডু-প্লেসিস অধিনায়কত্ব ছাড়ার পর গত ডিসেম্বরে অস্থায়ীভাবে টেস্টের দায়িত্ব পান ডি কক। আর আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে ছিলেন তিনি।

তিন ফরম্যাটের অধিনায়কত্বের ভার থেকে ডি কককে মুক্তি দিতেই এলগার ও বাভুমাকে বেছে নিয়েছে সিএসএ। বিদায় বেলায় ডি কককে ধন্যবাদ জানিয়েছেন সিএসএর ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ। বলেন, ‘এতোদিন তিন ফরম্যাটে দায়িত্ব পালনের জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। একই সাথে জাতীয় নির্বাচক প্যানেল টেস্ট অধিনায়ক বাছাইয়ে সহায়তা করায় তার কাছে আমরা কৃতজ্ঞ।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭