ইনসাইড গ্রাউন্ড

বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর মন্ত্র কি কাজে দিবে পিএসজির মাঠে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2021


Thumbnail

আসছে ১১ মার্চ, পিএসজির মাঠে এক কঠিন সমীকরণ নিয়ে যাবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের  প্রথম লেগে নিজ মাঠে ৪-১ ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগ বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে জিততে হবে। কাজটা কঠিন, তবে এমন কঠিন কাজ এই একই প্রতিপক্ষের সাথে আগেও করেছে বার্সেলোনা। ২০১৭ সালে পিএসজির মাঠে ৪-০ গোলে হারার পর, নিজ মাঠে ৬-১ ব্যবধানে জয় পেয়ে অসাধ্যকে সাধন করে বার্সেলোনা। তবে এবারের প্রেক্ষাপট একদম ভিন্ন। প্রথমত এবার দ্বিতীয় লেগ বার্সেলোনা খেলবে পিএসজির মাঠে, যেখানে আধিপত্য থাকবে পিএসজির। অন্যদিকে ২০১৭ সালের দলের তুলনায় এই মৌসুমের বার্সেলোনার দল খুবই দুর্বল। তবে এবার কি পারবে বার্সেলোনা তাদের আগের সেই মন্ত্র ফিরিয়ে এনে আবার পিএসজিকে হতাশায় ডোবাতে? উত্তরতা সবাই না বললেও কিছুদিন আগেই এমন এক সমীকরণকে ভুল প্রমাণ করেছে বার্সেলোনা। আর তাতেই পিএসজির টনক নড়ার কথা।

কোপা দেল রের দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে শুধু জিতলেই হতো না, জিততে হতো সঠিক সমীকরণে। প্রথম লেগে ২-০ তে হেরে গিয়েছিলো বার্সেলোনা। তাই তৃতীয় লেগে ৩-০ তে জেতা লাগত বার্সেলোনার। কঠিন সেই চ্যালেঞ্জে বার্সেলোনার দারুণ শুরুর পর পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে সেভিয়া। তাতে মেসি-দেম্বেলেদের কাজটা হয়ে যায় আরও কঠিন। জিতেও হতাশায় শেষের শঙ্কা জেগেছিল। চরম নাটকীয়তায় ভরা লড়াইয়ে শেষ পর্যন্ত অসাধারণ এক জয়ে কোপা দেল রের ফাইনালে উঠে রোনাল্ড কুমানের দল।

এই জয়ের পর দ্বিতীয় লেগে চোখ-কান খুলে খেলবে পিএসজি। তবে বার্সেলোনাও যে ছাড় দিবেনা এটাও জানে পিএসজি। তবে এবারের সমীকরণ কঠিনের পাশাপাশি ভাগ্যেরও। পিএসজির হয়ে দুর্দান্ত খেলছেন ফরাশি খেলোয়াড় এম্বাপ্পে। প্রথম লেগে বার্সার সাথে করেন হ্যাট্রিক। ফরাশি লিগেও টপ গোলদাতা তিনি। খেলায় যেমন আছেন ছন্দে, তেমনই তার মনোবলও সবার ঊর্ধ্বে। অন্যদিকে নেইমারকে ছাড়াই বার্সার মাঠ থেকে জয় নিয়ে এসেছিল পিএসজি। এখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, দলের শক্তি বাড়াতে নেইমার নামতে পারেন দ্বিতীয় লেগে। আবার ইনজুরি থেকে সুস্থও হয়েছেন তিনি। ফলে আগের ক্লাবকে নিজের মাটিতে এনে ধুলা চাটাতে চাইছে নেইমার। তবে দলটার নাম বার্সেলোনা। আর সেখানের রাজা মেসি। ফলে সকল পরিসংখ্যান-সমীকরণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে কোন কিছু করে ফেলতে পারে তা সবারই জানার। এখন অপেক্ষা আর ৬ দিনের।       

      



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭