ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারে বিদ্যুৎ বন্ধ করে দিল জান্তা সরকার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/03/2021


Thumbnail

মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে এবার বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দিয়েছে দেশটির জান্তা সরকার। তবে সরকারি সংস্থাগুলো বলছে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটা’র কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে এএফপি।

শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে টুইটার ও ফেসবুকে মানুষ পোস্ট দিয়ে জানায় যে, প্রায় পুরো মিয়ানমারে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও এর কারণ জানি না।

এদিকে বিদ্যুৎ সরবরাহ করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭