ইনসাইড বাংলাদেশ

রাজাকার আলবদরদের তালিকা: কুষ্টিয়া জেলা, খোকসা থানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2021


Thumbnail

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কুষ্টিয়া জেলার ভূমিকা ছিল অগ্রগণ্য। ৪ ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত হয়েছিলো।  মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ১২ দিন আগেই হাতেগোনা কয়েকজন মুক্তিযোদ্ধা রাতের আধারে খোকসা থানায় অভিযান চালায়। সূর্যদয়ের আগেই রাজাকার সদস্যসহ পুলিশ সদস্যদের আত্মসমর্পণে বাধ্য করে এই বাহিনীর সদস্যরা। হানাদার মুক্ত হয় খোকসা।কুষ্টিয়া জেলার দামাল সন্তানেরা কখনও অন্যায়ের কাছে মাথা নত করে থাকতে শেখেনি।তাদের পূর্ব পুরুষদের সাহসিকতায় এখনকার তরুণ প্রজন্মের অহংকার ও পাথেয়।

রাজাকার ও দালাল অভিযোগে গ্রেফতারকৃতদের তালিকা (ডিসেম্বর ১৯৭১ থেকে ১৯৭২ পর্যন্ত) বই থেকে সংগৃহিত:

১.
নাম: করম আলী
পিতা: খোদা বক্স
তৎকালিন ঠিকানা: হেলালপুর, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ০১.০১.৭২
আটকের কারণ: দালাল

২.
নাম: মুতালিব
পিতা: আবুল জব্বার 
তৎকালিন ঠিকানা: কমলাপুর, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ০১.০১.৭২
আটকের কারণ: দালাল

৩.
নাম: শফিকুল আলম
পিতা: মৃত ফজলুর রহমান
তৎকালিন ঠিকানা: ইকতারপুর, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ০১.০১.৭১
আটকের কারণ: দালাল

৪.
নাম: ডা. শফিউদ্দিন
পিতা: রফিউদ্দিন
তৎকালিন ঠিকানা: ওয়াজি, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ০১.০১.৭১
আটকের কারণ: দালাল

৫.
নাম: মোঃ মুসলিম আলী শেখ
পিতা: জানকি শেখ
তৎকালিন ঠিকানা: থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ০৫.০১.৭২
আটকের কারণ: দালাল

৬.
নাম: আকামুদ্দিন বিশ্বাস
চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিল, জানিপর ও স্থানীয় শান্তি কমিটি
পিতা: ইসরাত আলী
তৎকালিন ঠিকানা: কমলাপুর, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ০২.০১.৭২
আটকের কারণ: দালাল

৭.
নাম: নিজামুদ্দিন
পিতা: নিদু শেখ
তৎকালিন ঠিকানা: রায়পুর, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ০১.০২.৭২ 
আটকের কারণ: রাজাকার

৮.
নাম: গফুর শেখ ওরফে আব্দুল
পিতা: আহসান শেখ
তৎকালিন ঠিকানা: মানিককোট, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ০১.০২.৭২ 
আটকের কারণ: দালাল

৯.
নাম: খবিরুদ্দিন
পিতা: মৃত বাবর আলী
তৎকালিন ঠিকানা: থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ডিসেম্বর`৭১
আটকের কারণ: দালাল

১০.
নাম: জালালউদ্দিন মিয়া
পিতা: আব্দুল কাদের
তৎকালিন ঠিকানা: কমলাপুর, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ডিসেম্বর`৭১
আটকের কারণ: দালাল

১১.
নাম: হারাণ প্রামাণিক
পিতা: বানু প্রামাণিক
তৎকালিন ঠিকানা: মানিককোট, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া
আটকের তারিখ: ১৭.০২.৭২
আটকের কারণ: দালাল



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭