ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমার সেনাবাহিনীর ৫টি চ্যানেল বন্ধ করল ইউটিউব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2021


Thumbnail

চলমান সহিংসতার মধ্যে মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত পাঁচটি চ্যানেল সরিয়ে দিয়েছে ইউটিউব। গতকাল শুক্রবার কমিউনিটি গাইডলাইনের আওতায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের এই মাধ্যম। খবর বিবিসির।

এ বিষয়ে ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কমিউনিটি গাইডলাইন এবং প্রযোজ্য আইন অনুযায়ী বেশকিছু চ্যানেল বন্ধ এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে।

চ্যানেলগুলো হলো- স্টেট নেটওয়ার্ক, এমআরটিভি (মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশন), সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭