ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2021


Thumbnail

শেষ টেস্ট ম্যাচে ড্র করলেই ফাইনাল নিশ্চিত ছিল  ভারতের জন্য। অন্যদিকে ইংলিশদের আসা আগেই শেষ হয়ে গিয়েছিলো। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটা ইনিংস ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বিরাট কোহলির দল।

আহমেদাবোদের মোতেরায় ইংল্যান্ডকে ইনিংস এবং ২৫ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত। আগামী জুনে লর্ডসে টুর্নামেন্টের ফাইনালে তাদের লড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই লড়াইয়ে জয়ী দল পরবে টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট।

তৃতীয় টেস্টের পরই আঁচ পাওয়া যাচ্ছিল চতুর্থ টেস্টেও ঘটতে যাচ্ছে একই ধরণের ঘটনা। আর ঘটলোও তাই। প্রথম ইনিংসে যাও ২০৫ রানের প্রথম ইনিংস করেছিলো, দ্বিতীয় ইনিংসে ইংলিশরা করতে পারলো মাত্র ১৩৫ রান। যা দুই ইনিংস মিলিয়েও ভারতের ৩৬৫ রান থেকে ২৫ রান কম।

তৃতীয় টেস্ট ম্যাচের মতো চতুর্থ টেস্ট ম্যাচেও অসাধারণ বোলিং করেছেন অক্ষয় প্যাটেল। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ টি। অন্যদিকে অশ্বিন প্রথম ইনিংসে ৩ উইকেট এর পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৫ টি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সবকটি উইকেটই তুলে নিয়েছেন ভারতের এই দুই স্পিনার। ইংলিশদের হয়ে লরেন্স করেছেন ৫০ রান। পাঁচ দিনের ম্যাচ এইবারও ৩ দিনে শেষ করলো ভারত। এ নিয়ে আবারও প্রশ্ন উঠতে পারে আহমেদাবোদের মোতেরা স্টেডিয়াম কি আদৌ টেস্ট ম্যাচের জন্য উপযুক্ত ভেনু।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭