ইনসাইড বাংলাদেশ

কলিমুল্লাহ: ম্যান অব অল সিজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2021


Thumbnail

ওয়ান ইলেভেন। সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের আক্রমণের শিকার হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেপ্তার করা হলো। সেই সময়ে সেনাবাহিনী এবং ওয়ান ইলেভেন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পরিচিতি পান, তিনি হলেন নাজমুল আহসান কলিমুল্লাহ। সে সময় সমঝোতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে মিলিত হয়েছিলেন কয়েকজন সেনা কর্মকর্তা। ঐ সেনা কর্মকর্তাদের রিসিভ করা থেকে শুরু করে তাদের প্রটোকল দেয়ার কাজটি করেছিলেন ঐ ব্যক্তি। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে ধিকৃত এবং সমালোচিত হয়েছিলেন নাজমুল আহসান কলিমুল্লাহ। ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনার দায়িত্ব পায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আশা করেছিল, ওয়ান ইলেভেনের সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্যবস্থা না নিক তাদের থেকে দুরে থাকবে। কিন্তু কি আশ্চর্য, গত এক যুগে এইসব গণতন্ত্র বিরোধী তথাকথিত বুদ্ধিজীবীরাই ক্ষমতাবান হয়ে উঠেছে। তারা এত ক্ষমতাবান যে, এদের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। দেশে বোধহয় উপাচার্য হবার মতো শিক্ষকের আকাল পরেছে। এরা এত ক্ষমতাবান যে, উপাচার্য হয়ে এরা তার প্রতিষ্ঠানে থাকার প্রয়োজন মনে করেন না। নাজমুল আহসান কলিমুল্লাহ মোট ১২৬৩ দিন উপাচার্যের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে এখন পর্যন্ত বেগম রোকেয়া ক্যাম্পাসে ছিলেন মাত্র ১২৬ দিন। তারপরও তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করেন। তিনি এতই ক্ষমতাবান যে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষামন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন। একজন উপাচার্যের এধরনের কর্মকাণ্ড শিষ্টাচার বিরোধী কিনা সে প্রশ্ন উঠেছে। একজন দায়িত্বশীল ব্যক্তি এভাবে সংবাদ সম্মেলন করতে পারে কিনা, সেটিও দেখার বিষয়। অবশ্য নাজমুল আহসান কলিমুল্লাহদের জন্য আইন, নীতি-নৈতিকতা প্রযোজ্য নয়। সব আমলেই এরা ক্ষমতাবান থাকেন। সব সরকার এদের খুঁজে নেয়। সরকাররা এদের ভয়ে যেন তটস্থ থাকে। এরা হলো ম্যান অব অল সিজন। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন তারা সেই দলের বুদ্ধিজীবী।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭