ইনসাইড গ্রাউন্ড

সাউদিকে আইসিসির তিরস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2021


Thumbnail

আচরণবিধি ভাঙায় টিম সাউদিকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন নিউজিল্যান্ড এই পেসার।

ওয়েলিংটনে গত বুধবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টির প্রথম ওভারেই ঘটে এই কাণ্ড। সাউদির বলে অ্যারন ফিঞ্চের এলবিডব্লিউর আবেদন করে নিউজিল্যান্ড। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় স্বাগতিকরা। আম্পায়ার্স কলে বেঁচে যান ফিঞ্চ। এরপরই মেজাজ হারিয়ে ফেলে আম্পায়ারের সঙ্গে চিৎকার করেন সাউদি।

দিন শেষে আম্পায়াররা অভিযোগ আনেন সাউদির বিরুদ্ধে। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে সাউদি দোষ স্বীকার করায় প্রয়োজন হয়নি আনুষ্ঠানিক শুনানির।

ওই ম্যাচটি ২০৮ রান তুলে নিউ জিল্যান্ডকে ৬৪ রানের রেকর্ড ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। ফিঞ্চ খেলেন ৪৪ বলে ৬৯ রানের ইনিংস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭