ইনসাইড পলিটিক্স

আওয়ামী লীগের নতুন মাথাব্যথা: নোয়াখালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2021


Thumbnail

নোয়াখালী এখন আওয়ামী লীগের নতুন মাথাব্যথার নাম। কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না নোয়াখালী। নোয়াখালীতে আওয়ামী লীগের বিরোধ, প্রকাশ্য কাঁদা ছোড়াছুড়ি, সারাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে অস্থির করে তুলেছে। গতকাল শুক্রবার নোয়াখালীর আওয়ামী লীগ নেতার এক বক্তব্যের পর, নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নোয়াখালী আওয়ামী লীগের নেতা একরামুল করিম চৌধুরী বলেছেন ‘নোয়াখালী আমি চালাই।’ তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ সরকার কি তাহলে বিভিন্ন জেলা এমপিদের লীজ দিয়েছে? একটি জেলা চলে স্থানীয় সরকারের অধীনে। জেলায় জেলা প্রশাসক আছেন, এস.পি আছেন, জেলা জজ আছেন। তাদের বাদ দিয়ে একজন এম.পি কিভাবে জেলার চালক হন, সে প্রশ্ন উঠেছে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে, জেলায় জেলায় এম.পি শাসন ছিলো। জেলার প্রশাসন ছিলো অসহায়। রাজশাহীর এমপি ব্যারিস্টার আমিনুল হকের কথায় থানা থেকে খুনের আসামী ছেড়ে দেয়া হতো। চট্টগ্রামের এমপি সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে জেলা প্রশাসককে এক কাপড়ে বের করে দেয়া হতো। একরামুল করিম চৌধুরী এই মন্তব্যের পর আবার সেই দিন ফিরে এলো কিনা প্রশ্ন উঠেছে। তিনি কিভাবে এই মন্তব্য করলেন? সে প্রশ্ন নিয়ে আওয়ামী লীগের ভেতরও নানা কথাবার্তা হচ্ছে।

আওয়ামী লীগের রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায়, বিভিন্ন সময় বিভিন্ন জেলা আওয়ামী লীগ সার্বিক রাজনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠেছিল। এক সময় ফেনীর জয়নাল হাজারী সারাদেশে আওয়ামী লীগের ইমেজ নষ্ট করেছিল। শামীম ওসমান আর সেলিনা হায়াৎ আইভীর বিরোধ কেবল নারায়ণগঞ্জেই সীমাবদ্ধ থাকেনি। সারাদেশে এর প্রভাব পরেছিল। এখন আওয়ামী লীগের নতুন সমস্যা আক্রান্ত জেলা হলো নোয়াখালী। নোয়াখালীর ঘটনা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ একারণে যে, এটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা। আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন, নোয়াখালীর বিরোধ আসলে কাদের মির্জা আর একরাম চৌধুরীর বিরোধ নয়। নোয়াখালীর বিরোধ আসলে ওবায়দুল কাদের এবং একরাম চৌধুরীর বিরোধ। আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির জেলায় যদি একরাম করিম চৌধুরীর শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে আওয়ামী লীগ কোথায় থাকে?




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭