ইনসাইড পলিটিক্স

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় খালেদার পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2021


Thumbnail

বেগম খালেদা জিয়ার পরিবারের দুজন সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ প্রার্থনা করেছেন। পরিবারের এই দুইজন হলেন, বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং বোন সেলিনা ইসলাম। এর আগে গতবছর ফেব্রুয়ারি মাসে গণভবনে এই দুইজন প্রধানমন্ত্রীর সংগে সাক্ষাত করেছিলেন। ঐ সাক্ষাতেই তারা বেগম জিয়ার পক্ষে অনুকম্পা প্রার্থনা করেছিলেন। বেগম জিয়াকে মানবিক কারণে জামিন দেয়ার অনুরোধ করেছিলেন। খালেদা জিয়ার পরিবারের ঐ সাক্ষাতের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নির্বাহী আদেশে বেগম জিয়াকে জামিন দেয়ার ব্যবস্থা করেন। গত বছরের ২৫ মার্চ বেগম জিয়া প্রথমে ৬ মাসের জামিন পান। দ্বিতীয় দফায় তার জামিনের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে। বেগম জিয়ার দ্বিতীয় দফা জামিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ২৪ মার্চ। তার জামিনের মেয়াদ আবার বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আবেদনটি নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত দুটি আবেদনের সংগে এবারের আবেদনটির মৌলিক পার্থক্য আছে। গত আবেদনে চিকিৎসার জন্য জামিনের কথা বলা হয়েছিল। এবারের আবেদনে, দণ্ড স্থগিত করার অনুরোধ করা হয়েছে। একই সাথে এই আবেদনে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার অনুমতি চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র গুলো বলছে, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দণ্ড স্থগিত, দণ্ড মওকুফ এবং সাময়িক জামিনের ক্ষমতা নির্বাহী বিভাগকে দেয়া হয়েছে। কিন্তু এই বিষয় গুলো সরকারের নীতি নির্ধারনী সিদ্ধান্তের বিষয়। আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, বিষয়টি স্পর্শকাতর। এজন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। আইন মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘বর্তমান সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী দেশের প্রধান নির্বাহী। কাজেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর।’ আর একারণেই বেগম জিয়ার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাক্ষাত চান। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত সীমিত করা হয়েছে। তাছাড়া পুরো মার্চ মাস জুড়েই প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচী। এর মধ্যে বেগম জিয়া পরিবারের সদস্যরা আদৌ সময় পাবেন কিনা, তা নিশ্চিত নয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭