ইনসাইড ক্যারিয়ার

নতুন চাকরি খুঁজছেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2017


Thumbnail

অনার্স, মাস্টার্স শেষ করেছেন। এখন নিজেকে স্বনির্ভর করতে, পরিবারের হাল ধরতে কিংবা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাকরি খুঁজবেন এটাই স্বাভাবিক। একেক মানুষের চাকরিখোঁজার একেক কারণ থাকে। তবে নতুন চাকরি খোঁজার প্রধান কারণ বর্তমান প্রতিষ্ঠানের প্রতি আপনার অসন্তুষ্টি। আপনি হয়তো বলে বসবেন, আরও ভালো সুবিধার জন্যও তো চাকরি খোঁজা যায়। সেই সুবিধাগুলো যদি বর্তমান চাকরিতেই পাওয়া যেতো, তাহলে কি আর নতুন চাকরি খুঁজতেন?

চাকরি খোঁজার উপদেশ জিজ্ঞেস করলে হাজারও উত্তর পাবেন। সেগুলোর বেশির ভাগেরই খোঁজ মেলে চাকরিতে জয়েন করার পরে। তাই অতো দিক চিন্তা না করে, বর্তমান চাকরির অপ্রাপ্তির সমাধান খুঁজুন নতুন চাকরিতে।

নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে একটা ভুল আমাদের অনেকেরই হয়ে যায়। বর্তমান চাকরি ছাড়ার তাড়াহুড়া। এতে করে আপনি সবদিক বিবেচনা না করেই নতুন চাকরির অফার গ্রহণ করছেন। আপনার যোগ্যতা অনুযায়ী বেতন, অন্যান্য সুবিধা যাচাই করুন। তারও আগে যে কারণে চাকরি ছাড়ছেন তার সমাধান নতুন অফিসে আছে কিনা তা যাচাই করুন।

- ওয়েবসাইটে নয়, কর্পোরেট দুনিয়ার প্রত্যাশিত প্রতিষ্ঠানের ভাবমূর্তি, তাদের কাজের ধরণ যাচাই করলেই খুঁজে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান। সবচেয়ে ভালো হবে তাদের সাবেক কর্মীদের সঙ্গে কথা বললে।

- প্রতিষ্ঠান পছন্দ করে সিভি জমা দিলেন, আপনাকে কয়েক জায়গায় ডাকাও হলো কিন্তু এরপর কী? এখন বেতন নিয়ে কথা বলার পালা। যদি চাকরির সার্কুলার থেকে বেতনের ব্যাপারে সুনিশ্চিত হতে না পারেন, তাহলে ইন্টারভিউ কলের সময় চেষ্টা করে দেখুন। হয়তো জানা যাবে।

- স্বভাবতই বর্তমান বেতন অনুযায়ী আপনার নতুন বেতন ঠিক করা হবে। তাই ইন্টারভিউ বোর্ডে যখন আপনার বর্তমান বেতন জিজ্ঞেস করা হলে, কৌশলি হোন। নিজ থেকেইআপনার এক্সপেকটেসন বলুন এবং ভালো বেতনের জন্যও যে আপনি নতুন চাকরি খুঁজছেন তাও উল্লেখ করুন।

- শুধু আপনাকে যাচাই নয়, যাচাই করুন প্রতিষ্ঠানটিকেও। ইন্টারভিউ বোর্ডেই আপনার দায়িত্ব, কাজের সময়, জবাবদিহিতা ইত্যাদি জেনে নেওয়ার মধ্য দিয়ে তাদের অভ্যন্তরীণপরিবেশ জানার চেষ্টা করুন।

- শুধু ভালো বেতন নয়, প্রোমোশনের ব্যাপারটাও জেনে নিন। বছরের পর বছর কাজ করবেন অথচ কোনো প্রোমোশন নেই, সেই কাজে আগ্রহ হারিয়ে ফেলবেন খুব সহজে।

- মোটামুটি যখন আপনি চাকরি পাওয়ার ব্যাপারে নিশ্চিত, তখন হ্যাঁ বলার আগে আপনার শর্তের কথা বলুন। আপোষের ভার শুধু নিজে না নিয়ে নতুন প্রতিষ্ঠানের সঙ্গেভাগাভাগি করুন। অর্থাৎ তাদের সুবিধার্থে আপনি যেমন ছাড় দিবেন, তাদেরও যেন আপনার সুবিধার কথা বিবেচনা করে।

যদি চাকরিরত থাকা অবস্থায় আপনি নতুন চাকরি খোঁজেন তাহলে তাড়াহুড়ো না করে সব ধরনের সুযোগ সুবিধার কথা ভাবুন। তবে চাকরি ছাড়ার পর চাকরি খুঁজতে হলে কোনকোর্স বা ছোট খাট কাজে নিজেকে যুক্ত রাখুন। এতে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আপনার দক্ষতাও নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না।

বাংলা ইনসাইডার/এমএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭