ইনসাইড বাংলাদেশ

যারা নিষিদ্ধ করেছিল আজ তারাই ৭ মার্চ পালন করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/03/2021


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ৭ মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল আজ তারাই ৭ মার্চ পালন করছে। 

সোমবার ৭ মার্চ নিয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ আলোচনা সভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু নির্বোধ ৭ মার্চের ভাষণের তাৎপর্য বুঝতে পারেনি। তারাই এই ভাষণটি নিষিদ্ধ করেছিলো।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫-২৬ মার্চ ব্যারিকেড কর্মসূচিতে গুলি চালিয়ে সংগ্রাম পরিষদের কর্মীদের হত্যা করেছিল জিয়াউর রহমান। 

করোনার টিকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা করোনার টিকা নিয়ে কটূক্তি করেছে, তারাই আগে টিকা নিচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭