ইনসাইড গ্রাউন্ড

পিএসএল বন্ধের পর পিসিবি অফিসে তালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/03/2021


Thumbnail

করোনাভাইরাসের ভয়াল থাবা বেশ ভালোভাবেই বিপর্যস্ত করেছে পাকিস্তান ক্রিকেটকে। প্রথমে বন্ধ হয়ে গেলো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর এখন তালা ঝুলে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হেডকোয়ার্টারে।

মাত্র ১৪টি ম্যাচ মাঠে গড়ানোর পর ৬ খেলোয়াড়সহ মোট ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল। আর বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায়, বন্ধ করে দেয়া হয়েছে হেডকোয়ার্টারসহ লাহোরে অবস্থিত পিসিবির সকল অফিস।

গত মার্চে যেমন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবখানে দেয়া হয়েছিল `হোম অফিসে`র সুবিধা। তেমনি চলতি বছরের মার্চেও লাহোর অফিসের সকল কর্মকর্তা, কর্মচারীদের বাড়িতে বসেই কাজ করার নির্দেশ দিয়েছে পিসিবি। বাড়িতে বসে কাজ করলেও, করোনাভাইরাসের সকল বিধি-নিষেধ কঠোরভাবে মানতে বলা হয়েছে সবাইকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭