ইনসাইড গ্রাউন্ড

নিজেদের নিয়েই ভাবছেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/03/2021


Thumbnail

দুইদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করেছে নিউজিল্যান্ড। এ খবর অজানা নয় বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড যখন অজিদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মেতেছে, তখন কিউইদের বিপক্ষে মাঠে নামার প্রহর গুনছে টাইগাররা। স্বাগতিকরা অস্ট্রেলিয়াকে পরাজিত করলেও তাদের বর্তমান ফর্ম নিয়ে চিন্তিত নন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের শক্তির দিকেই নজর দিচ্ছেন তিনি।

সোমবার নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, ‘হয়তোবা নিউজিল্যান্ড টিম এখন খুব ভালো ফর্মে আছে। তারা টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এ জিনিসগুলো মাথায় না এনে আমরা আমাদের শক্তি এবং দুর্বলতার দিকে যদি ফোকাস করতে পারি, তাহলে আমাদের খেলার জন্যও ভালো হবে। আমি মনে করি আমাদের এগ্রেসিভ ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে ইনশাআল্লাহ আমরা ভালো করব।’

রিয়াদ আরও যোগ করেন, ‘বোলারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং আমার মতে। ওদের এক্সিকিউশন লেভেলটা কোন জায়গায় আছে ওটা নিশ্চিত করা এবং তাদের মানসিকতা কেমন তা নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে লেংথের বিষয়টা খুবই জরুরি। লেংথ একটু বেখেয়াল হলেই বাউন্ডারির সুযোগ বেড়ে যায়। তো এ জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা সহজ বাউন্ডারি অপশন না দেই এবং প্রোপার লাইন-লেংথ প্রয়োগ করতে পারি।’

আগামী ২০ তারিখ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭