ইনসাইড এডুকেশন

ঢাবির ভর্তি পরীক্ষা কাল থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2017


Thumbnail

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। প্রথম দিন ব্যবসায় শিক্ষা অনুষদের অর্থাৎ ‘গ’ বা ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকালের পরীক্ষায় কেন্দ্রের সংখ্যা ৫৩টি।

জানা গেছে, আগামী কালের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট এক হাজার ২৫০ আসনের বিপরীতে পরীক্ষা দেবে ২৯ হাজার ৯৫৪ শিক্ষার্থী। একটি সিটের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন।

আগামীকাল অনুষ্ঠেয় পরক্ষায় ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ। কেন্দ্রগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায়ই অবস্থিত।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি জানা উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। কেউ যদি অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সঙ্গে সঙ্গে সাজা দেওয়া হবে।

এছাড়াও, ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খ ইউনিটের পরীক্ষা। উল্লেখ্য, ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে (http://admission.eis.du.ac.bd) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাঁদের কেন্দ্র জানতে পারবেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে নোটিশ বোর্ডে টাঙ্গানো আসন বিন্যাস নিচে দেওয়া হলো:   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭