কালার ইনসাইড

আমাদের দেশের পরিচালক ও শিল্পীরা অনেক মেধাবী: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2021


Thumbnail

আমাদের দেশের পরিচালক ও শিল্পীরা অনেক মেধাবী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননাপ্রাপ্ত শিল্পী ও কলাকুশলীদের বিশেষ সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। 

তথ্যমন্ত্রী বলেন, `আমি মনে করি, আমাদের দেশের পরিচালক ও শিল্পীরা অনেক মেধাবী। যদি মেধাবী না হতো তাহলে এই সংকটময় পরিস্থিতিতে এতো সীমাবদ্ধতার মধ্যেও ভালো কন্টেন্ট নির্মাণ করে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসতে পারত না। আমাদের দেশের পরিচালক ও শিল্পীরা মেধাবী  বলেই অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে আন্তর্জাতিকভাবে পুরস্কার নিয়ে আসা সম্ভব হতো না।` 

তথ্যমন্ত্রী আরও বলেন, `বেশ কিছুদিন আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো যাচ্ছে না। বিষয়টি মাথায় রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বড় ধরনের একটি ফান্ড গঠন করেছেন। বন্ধ হল খুলতে ও চালু হলগুলোর আধুনিকায়নের জন্য স্বল্প সুদে এই টাকা হল মালিকদের দেওয়া হবে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক নির্দেশনাও জারি করেছে। বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা একটা আবেগ আছে।`

রাজধানীর ঢাকা ক্লাবে সংবর্ধনার এ আয়োজনে ১৯৭৫ সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সমিতির সদস্য এমন পরিচালকদের সম্মাননা জানানো হয়। এছাড়াও গত ২০১৪-১৯ বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের কলাকুশলী ও শিল্পীদেরও সংবর্ধনা জানানো হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। আরও উপস্থিত ছিলেন নায়ক সোহেল রানা, আলমগীর, সূচন্দাসহ পরিচালক সমিতির নেতাসহ সদস্যরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭