ইনসাইড পলিটিক্স

আওয়ামী লীগে ‘অপ্রয়োজনীয়’ হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2021


Thumbnail

ঢাকার লালবাগের এমপি হাজী সেলিম। সম্প্রতি একটি দুর্নীতির মামলায় হাইকোর্ট হাজী সেলিমের দণ্ড বহাল রেখেছে। নিম্ন আদালতের রায়ে হাজী সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। হাইকোর্ট সাজা কমিয়ে ১০ বছর করেছে। হাইকোর্ট আগামী ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পন করতে বলেছে। এদিকে দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, কমিশন রায়ের সত্যায়িত কপি পাওয়ার জন্য আবেদন করেছে। রায়ের এই কপি পেলেই তারা নির্বাচন কমিশনে হাজী সেলিমের সংসদ সদস্য পদ বাতিলের জন্য পাঠাবে। অন্যদিকে হাজী সেলিমের আইনজীবীরা বলছেন, তারা চলতি সপ্তাহেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে। আপিল বিভাগে তারা হাজী সেলিমের দণ্ড স্থগিত করার আবেদন করবে। হাজী সেলিমের আইনজীবীরা বলছেন, আপিল বিভাগ দণ্ড স্থগিত করলে হাজী সেলিমের সংসদ সদস্য পদ বাতিল হবে না। হাজী সেলিমের এই অনিশ্চয়তায় ভরা রাজনৈতিক জীবনে, বড় প্রশ্ন হলো হাজী সেলিমের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কি? আওয়ামী লীগ কি হাজী সেলিমকে রক্ষার কোনো চেষ্টা করবে? 

এ ব্যাপারে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে, সেলিমের ব্যাপারে আওয়ামী লীগ ‘উদাসীন’। অনেক নেতাই মনে করছেন ‘হাজী সেলিম এখন আওয়ামী লীগের জন্য অপ্রয়োজনীয়।’ নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালত এবং আইন হাজী সেলিমের ব্যাপারে যা নির্ধারণ করবে আওয়ামী লীগ সেটিই প্রতিপালন করবে।’ তিনি বলেন ‘হাজী সেলিমের সংসদ সদস্য পদ রাখা না রাখা নিয়ে আওয়ামী লীগ কিছুই করবে না।’ আওয়ামী লীগের অন্য একজন নেতা বলেন ‘হাজী সেলিম বিএনপি করতেন। লালবাগের আসনটি পাওয়ার জন্য তাকে আওয়ামী লীগে নেয়া হয়। সে সময় এটা ছিলো বাস্তবতা। কিন্তু এখন লালবাগে জেতার জন্য আওয়ামী লীগকে হাজী সেলিমের ওপর নির্ভর করতে হবে না। গত ১২ বছরে আওয়ামী লীগের কর্মকান্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজই আওয়ামী লীগকে বিজয়ী করবে।’ তার মতে ‘হাজী সেলিমের মতো অনুপ্রবেশকারীরা ভূমি দখল করে, নানা রকম সন্ত্রাস ও চাঁদাবাজি করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করেছেন এবং করছে।’ তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে সর্বোচ্চ আদালতে দন্ডিত একজন ব্যক্তির ব্যাপারে আওয়ামী লীগের কোন ভূমিকা নেই।’ আর তাই আওয়ামী লীগে অনাহুত হাজী সেলিমের ভবিষ্যৎ নির্ভর করবে পুরোটাই আদালতের সিদ্ধান্তের ওপর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭