ইনসাইড গ্রাউন্ড

ফুটবলারদের করোনা নেগেটিভ, সোমবার শুরু ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2021


Thumbnail

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যাওয়া সব ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। সুসংবাদ হচ্ছে প্রত্যেকেরই করোনা নেগেটিভ হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ফুটবলারদের ক্যাম্প শুরু হয়েছে।

ডিফেন্ডার রহমত মিয়া বলেন, আমাদের লিগ চলছিল, সাত তারিখে লিগ শেষ হয়। আমার মনে হয় সবাই ফিট আছে। যারা খেলায় ছিলেন তারাই এখন জাতীয় দলে ডাক পেয়েছেন। হাতে আমাদের খুব কম সময় আছে, তাই আমাদের প্রস্তুতি থাকবে কীভাবে খেলবো।

গেল বুধবার ২৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের সঙ্গে কন্ডিশন ক্যাম্পে থাকছেন আরও ৬ অনূর্ধ্ব-২৩ ফুটবলার। সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে লাল-সবুজরা। ১৮ মার্চ নেপালের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবে জেমি ডের শিষ্যরা।

২৩ মার্চ নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ২৫ মার্চ টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে নামবে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি। ২৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭