ইনসাইড বাংলাদেশ

শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2017


Thumbnail

বাংলাদেশে নদীর স্রোতের মতো রোহিঙ্গা প্রবেশ করছে । যে হারে শরণার্থীদের অনুপ্রবেশ বাড়ছে শেষ পর্যন্ত ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা `ইউএনএইচসিআর` এবং আইওএম  এআশঙ্কার কথা জানান। আন্তর্জাতিকভাবে যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয় দাবি করেজাতিসংঘকে আরো বরাদ্দ বাড়ানোর আহ্বাবান জানান সংস্থা দুটি।

২৫ আগস্ট এর পর থেকে  মিয়ানমারে সেনাবাহিনীর শুরু করা নির্যাতন সহ্য করতে না পেরে  বাংলাদেশেতাদের প্রবেশ বাড়ছে আশঙ্কাজনক হারে। এতে খাদ্য, পানীয়, চিকিৎসা এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রেক্যাম্পগুলোতে রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছে।

আইওএম প্রতিনিধি বলেন, রোহিঙ্গাদের শরণার্থীদের সংখ্যা ৭০ থেকে ৮০ হাজার ছিল। মাত্র দুই সপ্তাহেরমধ্যে ৪ লাখ ছাড়িয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই সংখ্যা ৭ থেকে ৮ লাখ ছাড়িয়ে যাবে। এই ধারা অব্যাহতথাকলে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখে পৌঁছাবে। যা সামাল দেওয়া বাংলাদেশের জন্যে অনেক বড় চ্যালেঞ্জ।

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে আন্তর্জাতিক দুটি সংস্থার প্রতিনিধিরাইবলছেন, যে আর্থিক এবং মানবিক সহযোগিতা আসবে, জাতিসংঘ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গেনিয়ে তা সমন্বয়ের দায়িত্ব নিতে হবে সরকারকেই।

বাংলা ইনসাইডার/ এসএ/ জেডএ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭