ইনসাইড ট্রেড

রিভিউ এর পরিধি নির্ধারণ পরবর্তীতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2017


Thumbnail

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের পরিধি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সংশ্লিষ্ট রায়ের পর্যবেক্ষণ নাকি পুরো রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে, জানতে চাইলে এই তথ্য দেন তিনি।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বাংলা ইনসাইডারকে বলেন, ‘এটি (পরিধি বিষয়ে) এ মুহূর্তে তো বলা যাবে না। এটি পরে আমরা যখন বসব, তখন সিদ্ধান্ত নেব। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রস্তাব সংসদে পাস হয়েছে মানেই রিভিউর ইনস্ট্রাকশন পাওয়া হয়ে গেছে।’

কবে নাগাদ রিভিউ আবেদন করা হবে? জানতে চাইলে তিনি বলেন, এটি কি সামান্য বিষয় নাকি যে, সিদ্ধান্ত হয়েছে আর রিভিউ ফাইল করে ফেলব?

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ ক্ষমতা সংসদের হাতে নেওয়া সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং এর কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে জাতীয় সংসদে একটি প্রস্তাব পাস হয়েছে গত বুধবার। আদালতের রায়ের বিষয়ে সংসদে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়ে পাঁচ ঘণ্টার আলোচনা হয় সংসদে। আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আদালত তার এখতিয়ারের বাইরে গিয়ে সংসদে আনা সংবিধান সংশোধন বাতিলের এই রায় দিয়েছে।

এ বিষয়ে আইনি কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট করেননি আইনমন্ত্রী। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই প্রক্রিয়ার কাজ তারা ইতোমধ্যে শুরু করেছেন। তাছাড়া এর আগে সুপ্রিম কোর্টের এই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন বলে সংসদেই মন্ত্রী বলেছিলেন, তাতে তারা ‘কামিয়াব’ হবে বলেও আশাবাদী।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা রায় ও পর্যবেক্ষণকে কেন্দ্র করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হার সমালোচনাও করেন। সংসদ সদস্যদের কেউ কেউ প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন।

বাংলা ইনসাইডার/এমএএম/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭