ইনসাইড পলিটিক্স

শেখ হাসিনার সাথে মওদুদের শেষকথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2021


Thumbnail

ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদের সঙ্গে সখ্য ছিল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু রাজনৈতিক দৈন্য তাদেরকে আলাদা করে দেয়। ব্যারিস্টার মওদুদ আহমেদের রাজনৈতিক ডিগবাজী এবং স্বাধীনতাবিরোধী প্রতিবেশীর রাজনীতির সঙ্গে আপস ইত্যাদি নানাকারণে আওয়ামী লীগ সভাপতির আস্থা হারান ব্যারিস্টার মওদুদ আহমেদ। কিন্তু তারপরেও ব্যারিস্টার মওদুদ আহমেদকে দেখলেই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অতীত স্মৃতিচারণ করতেন, তাকে সম্মান দেখাতেন এবং তার সঙ্গে কথাও বলতেন। ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে শেষ শেখ হাসিনার শেষকথা হয়েছিল ২০১৮-এর ডিসেম্বরের নির্বাচনের আগে সংলাপের সময়। ২০১৮-এর ডিসেম্বরের নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয় এবং জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন প্রধানমন্ত্রীকে চিঠি সংলাপে যোগ দেয়ার জন্য। আর সেই চিঠির জবাবে প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাব গ্রহণ করেন এবং সংলাপের জন্য বিরোধী দলকে আমন্ত্রণ জানান। সেই সংলাপে যোগ দিয়েছিলেন ড. কামাল হোসেনের সঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদও। সেখানেই ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বাড়ি উচ্ছেদ নিয়ে আক্ষেপের কথা বলেন যে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা হাসতে হাসতে একটু কৌতুকের ছলে বলেন যে, হাসনার বাড়ি হলে ফিরে পেতেন কিন্তু বাড়িটা তো আপনারও না, হাসনারও না। এটা অন্য মানুষের বাড়ি। এটাই ছিল ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে শেখ হাসিনার শেষকথা। এরপর শেখ হাসিনার সঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমেদের আর কখনো দেখা হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭