কালার ইনসাইড

লাইফ সাপোর্টে `দেবদাস` সিনেমার প্রযোজক কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/03/2021


Thumbnail

সাড়া জাগানো বাংলা চলচ্চিত্র `দেবদাস`-এর প্রযোজক কামরুল হাসান খান গুরুতর অসুস্থ্য। রাজধানীর স্কয়ার হসপিটালে তাকে লাইফ সাপের্টে রাখা হয়েছে বলে ১৭ মার্চ রাতে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা এই দেশবরেণ্য চলচ্চিত্র প্রযোজকের এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন সিনেমা ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়া জাগানো উপন্যাস `দেবদাস` নিয়ে ভারত ও বাংলাদেশে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে বাংলাদেশে প্রথমবারের মতো `দেবদাস` উপন্যাসকে রুপালি পর্দায় নিয়ে আসেন চাষী নজরুল ইসলাম। বুলবুল আহমেদ ও কবরী অভিনীত ১৯৮২ সালে মুক্তি পাওয়া সেই চলচ্চিত্রটি দারুণ সাড়া ফেলেন। আর সেই চলচ্চিত্রের কয়েকজন প্রযোজকের একজন কামরুল হাসান খান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭