ওয়ার্ল্ড ইনসাইড

সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2017


Thumbnail

রোহিঙ্গাদের ওপর সহিংসতার বিরুদ্ধে সুইডেনের রাজধানী  স্টকহাম এর সরগেলতরী এলাকায় বাংলাদেশে কমিউনিটি লোকজন বিক্ষোভ করেছে।

এ প্রতিবাদের সময় বিক্ষোভকারীরা মিয়ানমারের সেনাবাহিনীকে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নির্বিচারে গণধর্ষণও তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের মত ঘটনা অবিলম্বে বন্ধের দাবি জানান।



বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশে তিন লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানরা আশ্রয় নিয়েছে। উপগ্রহ থেকে নেওয়া ছবিতে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ছবি এসেছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও উগ্র বৌদ্ধরা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের হত্যা করছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া। কারণ এ গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।



বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭