ইনসাইড আর্টিকেল

‘বঙ্গোপসাগরের চেয়েও বিশাল তাঁর হৃদয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2017


Thumbnail

বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব নেতারা বাংলাদেশ এবং শেখ হাসিনা বন্দনায় মেতেছে। রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব বাংলাদেশ এবং শেখ হাসিনার মানবিকতা ও দৃঢ়তার প্রশংসা করেছে। বিবিসি সংবাদে শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

২০১৬ সালে শান্তিতে নোবেল জয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস রোহিঙ্গা ইস্যুতে এক বিবৃতিতে মিয়ানমার সরকারের গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ওই বিবৃতিতে ‘বাংলাদেশের উদারতার’ প্রশংসা করেছেন। সান্তোস তাঁর বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্ব মানবতার বিবেক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

২০১৪ তে নোবেল জয়ী কৈলাস সত্যার্থী মিয়ানমার সরকারকে শিশু হত্যার দায়ে অভিযুক্ত করে তীব্র নিন্দা জানিয়েছেন। অবিলম্বে ‘রোহিঙ্গা শিশুদের জীবন ও নিরাপত্তার জন্য বিশ্ববাসীর প্রতি তিনি আবেদন করেছেন। তিনি রোহিঙ্গাদের, বিশেষ করে শিশুদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন। শেখ হাসিনাকে ‘বিশ্ব মানবতার আলোকবর্তিকা’ হিসেবে তুলনা করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, রোহিঙ্গা ইস্যুতে ‘বাংলাদেশ’ যা করেছে তা বিশ্বের জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন। এক বক্তৃতায় তিনি শেখ হাসিনাকে একজন বিরল মানবতাবাদী নেতা হিসেবে চিহ্নিত করেছেন। এরদোয়ান বলেছেন, ‘শেখ হাসিনা যেভাবে মানবতার জন্য হাত বাড়িয়েছেন, তা আমাকে আপ্লুত করেছে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। এক বক্তৃতায় তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন, ‘বাবার মতোই বিশাল হৃদয় তাঁর। সেখানে ভালোবাসার অভাব নেই।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ১৬ সেপ্টেম্বর এক বক্তৃতায় শরণার্থী রোহিঙ্গাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেছেন, ‘শেখ হাসিনা দেখিয়ে দিলেন বাঙালির হৃদয় কত বড়। তিনি বাঙালির গর্ব।’

রোহিঙ্গা ইস্যুতে, এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য শুধু অর্থনৈতিক শক্তি নয়, লাগে মানবিক মানসিকতা। বাংলাদেশ সেই মানবিকতার পরিচয় দিয়েছে।’

গার্ডিয়ান পত্রিকায় রোহিঙ্গা ইস্যুতে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বিশাল মহানুভবতার পরিচয় দিয়েছেন, তা বিরল। তিনি যে একজন হৃদয়বান রাষ্ট্রনায়ক তা তিনি আগেও প্রমাণ করেছেন, এবারও প্রমাণ করলেন।’

ইন্ডিয়া টুডের অনলাইন সংস্করণে রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘ প্রতিবেদনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেখ হাসিনার হৃদয় বঙ্গোপসাগরের চাইতেও বিশাল। যেখানে রোহিঙ্গাদের আশ্রয়ে কার্পণ্য নেই।’

বাংলা ইনসাইডার/জেডএ





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭