ইনসাইড ইনভেস্টিগেশন

ফেসবুকে গুলির ভিডিও; অতঃপর কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2021


Thumbnail

রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টোরিতে শেয়ার করা সেই কিশোরকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে অভিযুক্তকে আটক করা হয়। ভিডিওটি ফেসবুকে কীভাবে আসলো, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, রিভলবার দিয়ে গুলি চালানোর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন আটকৃত কিশোর। ভিডিওটিতে লিখেছেন ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম।` ভিডিওটিতে দেখা যায়, অত্যাধুনিক রিভলবার লোড করা হয়। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন সেই কিশোর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭