ইনসাইড আর্টিকেল

‘তৃতীয় শক্তি`কে ক্ষমতায় চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2017


Thumbnail

ক্ষমতায় যেতে নয়, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোই বিএনপির মূল লক্ষ্য। বিএনপি চায় তৃতীয় শক্তি। ‘জুডিশিয়াল ক্যু’ এর চক্রান্ত ভেস্তে যাবার পর বেগম জিয়া এবং তারেক জিয়া এ লক্ষ্যেই নতুন পরিকল্পনা চিন্তা করছেন। লন্ডনে ভারতের রাজনীতিতে প্রভাব রাখেন এমন কয়েকজনের সঙ্গে বেগম জিয়ার এক বৈঠক অনুষ্ঠিত হয় কিছুদিন আগে। বৈঠকের উদ্যোক্তা ছিলেন আবদুল আউয়াল মিন্টু। বৈঠকে বেগম জিয়া তাঁর মনোভাব স্পষ্ট করেছেন। বেগম জিয়া জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ক্ষমতায় যাবার জন্য প্রস্তুত নয় তাঁর দল। বরং, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে একটি ‘তৃতীয় শক্তি’কে আনতে চান তিনি। ‘তৃতীয় শক্তি’ এলে তিনি দল গোছাতে পারবেন এবং ২ থেকে ৫ বছর পর ক্ষমতায় আসার জন্য সক্ষমতা অর্জন করবেন। বেগম জিয়ার ঘনিষ্ঠ সূত্র গুলো জানায়, তারেককে নিয়ে বিদেশি রাষ্ট্র গুলোর প্রচণ্ড নেতিবাচন অবস্থানের কারণেই তিনি এরকম মধ্যবর্তী পথ বেছে নিয়েছেন।

বেগম জিয়া লন্ডনে যাওয়ার আগে এবং লন্ডনে বিভিন্ন দেশের লবিস্টদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁরা কেউই তারেক জিয়াকে বিশ্বাস করতে পারছে না। এমন কি বিএনপি ক্ষমতায় এলে, তারেক জিয়াই যে সরকার চালাবেন এ ব্যাপারেও তাঁদের কোনো সন্দেহ নেই। ফলে, বিএনপির দাবির প্রতি কোনো ধরনের সহানুভূতি তারা দেখাতে রাজি হননি।

বেগম জিয়া আশা করেছিলেন, আদালতের মাধ্যমে এই সরকারের সরে যাওয়ার পথ উন্মুক্ত হবে। কিন্তু সে আশাও ভেস্তে যায়। ফলে, বেগম জিয়ার দেশে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে। বেগম জিয়া এখন বিদেশি বিভিন্ন রাষ্ট্রকে বোঝাতে চাইছেন, ‘এই সরকার আরেক টার্ম ক্ষমতায় থাকলে, কাউকেই পাত্তা দেবে না, কোনো বন্ধু রাষ্ট্রের কোনো অনুরোধই রাখবে না। শেখ হাসিনা প্রচণ্ড ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হবেন।‘ বেগম জিয়া মনে করেন, এটা বন্ধু রাষ্ট্রদের জন্য মঙ্গলজনক হবে না। এজন্যই বেগম জিয়া ক্ষমতা কেন্দ্রে পরিবর্তনের জন্য ‘বন্ধু’দের হস্তক্ষেপ চাইছেন।

কিন্তু বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী একমাত্র নির্বাচন ছাড়া অন্য কোনো ভাবে সরকার পরিবর্তনের সুযোগ নেই। অসাংবিধানিক পথে ক্ষমতা বদলের পথও বন্ধ করা হয়েছে। বর্তমান সংবিধানে সংসদের মেয়াদ অবসানের বিধানও রহিত করা হয়েছে। সংবিধানের মেয়াদ কালেই, পরবর্তী সংসদ নির্বাচনের বিধান রাখা হয়েছে। অর্থাৎ এর ফলে অনির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের সব সুযোগ গুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। ‘তৃতীয় শক্তি’ আনার যে বিচারিক সুযোগ ছিল সে সুযোগও এখন নষ্ট হয়ে গেছে। আন্দোলন করে, একটা পরিস্থিতি সৃষ্টি করা- সেরকম সক্ষমতাও বিএনপির এখন নেই। চোরা গোপ্তা হামলা, সন্ত্রাসী তৎপরতা, জঙ্গি তৎপরতা করে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রও সংকুচিত হয়ে গেছে। কারণ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী এখন এ ব্যাপারে বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। তাই বেগম জিয়ার ‘তৃতীয় শক্তি’ আনার নতুন কৌশলের জন্য অপেক্ষা করতেই হচ্ছে। আর সে অপেক্ষা হচ্ছে লন্ডনে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭