ইনসাইড বাংলাদেশ

ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের হিড়িক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/03/2021


Thumbnail

স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের হিড়িক লেগেছে। ৩৭১টি ইউপির মধ্যে ৭৩টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। এ ৭৩টি ইউপির মধ্যে ৪০টিই বাগেরহাটের। এ ছাড়া ৬৮ জন সাধারণ সদস্য ও আটজন সংরক্ষিত সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 

প্রথম ধাপের নির্বাচনে তিন পদে ১৪৯ জন জনপ্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হলেন। তবে অনেক ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ উঠেছে। 

ইসি জানিয়েছে, এ নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় ৩১  ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিল। পরে বাছাই ও প্রত্যাহার শেষ একক প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ ইউপিতে। একই সঙ্গে তিন পদে এ নির্বাচন থেকে মনোনয়পত্র প্রত্যাহার করেছেন ১ হাজার ৮০ জন। বর্তমানে ভোটের মাঠে রয়েছেন ১৯ হাজার ১৩৭ জন। 

বিশ্লেষকরা বলছেন, এভাবে স্থানীয় সরকার নির্বাচনে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধিরা জয়ী হন তাহলে এটা তৃণমূলের রাজনীতি এবং ভোটের রাজনীতিতে একটা প্রভাব পড়বে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭