ইনসাইড বাংলাদেশ

শেখ হাসিনায় কেন আস্থা মোদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/03/2021


Thumbnail

শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি ঢাকায় এলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬শে মার্চ অনুষ্ঠানে তিনি ভাষণও দিলেন। এই ভাষণে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন বার্তা দিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাঁর আস্থার কথা পুনর্ব্যক্ত করলেন। রাজনৈতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন হল যে ঝুঁকি নিয়েও নরেন্দ্র মোদি কেন বাংলাদেশে এলেন। একাধিক ঝুঁকি ছিল তার বাংলাদেশ সফর নিয়ে। প্রথমত, হঠাৎ করেই বাংলাদেশসহ সারা বিশ্বে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই করোনার প্রকোপ বৃদ্ধির কারণেই গত বছর মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদির সফর বাতিল করা হয়েছিল। দ্বিতীয়ত, বাংলাদেশে উগ্র মৌলবাদী প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠীর আস্ফালন। এরকম অবস্থার প্রেক্ষিতে নিরাপত্তার অজুহাতে নরেন্দ্র মোদির সফর বাতিল হতেই পারতো। কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছেন এবং এই সফরের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাঁর আস্থার কথা পুনর্ব্যক্ত করলেন।

প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদী কেন শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন এবং আস্থা জানাচ্ছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজন বিপরীত মেরুতে অবস্থান করেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি উগ্র মৌলবাদী রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদ এবং উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিচ্ছেন এমন অভিযোগ ভারতের মধ্যেই করা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা উদার গণতান্ত্রিক একজন বিশ্বনেতা। তিনি অসাম্প্রদায়িক চেতনায় যেমন বিশ্বাস করেন, তেমনি বহুমত এবং বহু পথের রাজনীতিকে সচল রাখতে চান। আর এ কারণেই নরেন্দ্র মোদি যখন প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তখন বাংলাদেশের অনেকে উল্লসিত হয়েছিল। তারা মনে করেছিল, বিজেপির ক্ষমতায় আসার মধ্য দিয়ে চাপে পড়বে আওয়ামী লীগ।

কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের যে ঐতিহাসিক সম্পর্ক সেই সম্পর্কের সূত্র ধরেই ২০১৪ নির্বাচনকে সমর্থন করেছিল ভারত। কিন্তু নরেন্দ্র মোদি এসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস করবেন, আওয়ামী লীগের মতো একটি উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি সম্পর্ক রাখবে কিনা সেটিও ছিল আলোচনার বিষয়। কিন্তু সব জল্পনা-কল্পনা পাল্টে দিয়ে নরেন্দ্র মোদির সেই সময় শেখ হাসিনার প্রতি তার অকুণ্ঠ সমর্থন জানান।

গত সাত বছরে শেখ হাসিনার প্রতি নরেন্দ্র মোদির আস্থা এতটুকুও ফাটল ধরেনি। প্রশ্ন হচ্ছে কেন শেখ হাসিনার প্রতি আস্থা? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে, একাধিক কারণে শেখ হাসিনার প্রতি তারা আস্থা।

প্রথমত, বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে শেখ হাসিনার কঠোর অবস্থান। শেখ হাসিনাই ৭৫ পরবর্তী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় এসে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের জন্য বাংলাদেশকে নিষিদ্ধ করেছেন। কোনভাবেই এইসব বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেয়া হচ্ছে না, এটা ভারত সবচেয়ে ভালো জানে।

দ্বিতীয়ত, শেখ হাসিনা যেটি বলে সেটি করেন। শেখ হাসিনার রাজনীতিতে কোন মিথ্যাচার নেই এবং কূটকৌশল নেই। তিনি যেটা বিশ্বাস করেন সেটা বলেন এবং যেটি বলেন সেটি করেন। এর ফলে সবচেয়ে লাভ হয় পাশের প্রতিবেশী ভারতের। কারণ এই রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন অমীমাংসিত ইস্যু নিয়ে মীমাংসা করাটা সহজতর হয়।

তৃতীয়ত, শেখ হাসিনার উদারতা। শেখ হাসিনা সবসময় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উদার। তিনি জটিলতার মধ্যে না গিয়ে আন্তরিকতার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করেন।

আর এই সমস্ত কারণেই নরেন্দ্র মোদির আস্থা শেখ হাসিনায়। কারণ ভারত খুব ভালো করে জানে যে, বাংলাদেশে শেখ হাসিনা কোন বিকল্প নেই। আর শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন স্পর্শকাতর বিষয়গুলো সমাধান করা অত্যন্ত জটিল হয়ে পড়বে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭