ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশকে রুখে ফাইনালে নেপাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/03/2021


Thumbnail

হাজার সাতেক নেপালি সমর্থকের সমর্থন দমাতে পারেনি বাংলাদেশকে। স্বাগতিক নেপালকে গোলশূন্যভাবে রুখে দিয়েছে জেমি ডের শিষ্যরা। বাংলাদেশের এই ড্রয়ে স্বাগতিক নেপালের ফাইনাল ও কিরগিজস্তানের বিদায় নিশ্চিত হয়েছে।

ফাইনালিস্ট দুই দল দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি। বাংলাদেশ কিরগিজদের বিরুদ্ধে জিতলেও একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। ২৯ মার্চ বাংলাদেশ ও নেপাল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে এর আগে বাংলাদেশ এতটা নির্ভার হয়ে শেষ ম্যাচ খেলেনি। এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। ফাইনালে যেতে নেপালের এক পয়েন্টই দরকার ছিল। প্রয়োজনীয় ড্র করেই স্বাগতিকরা ফাইনালে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭