ইনসাইড বাংলাদেশ

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/03/2021


Thumbnail

হেফাজতে ইসলামের ডাকে রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা চলছে। কিন্তু এই হরতালে কোনো প্রভাবই নেই রাজধানীতে। রাজধানী স্বাভাবিক রয়েছে সব ধরনে যানবাহন চলাচল।

রোববার (২৮ মার্চ) সকাল থেকেই দেখা গেছে রাজধানীতে মাঠে নেই হেফাজতে ইসলাম। অবাধে চলছে গণপরিবহন, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার।

সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী ও শ্যামলীর প্রধান সড়কে দেখা যায় গণপরিবহন চলাচল করছে। কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী থেকে দুরপাল্লার গাড়িও ছেড়ে যেতে দেখা গেছে।

এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এ বিষয়ে ডিএমপির দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী সাংবাদিকদের জানান, হরতালের নামে নাশকতা এড়াতে মাঠে সক্রিয় ও সতর্ক রয়েছে পুলিশ। সকাল থেকে যানবাহন চলছে। 

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, যারা এই হরতালের নামে বিক্ষোভ, মিছিল সমাবেশের নামে নাশকতার চেষ্টা করবে, জ্বালাও-পোড়াও করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭